
Awareness & Medical Camp on “Back Pain”
“Pragati Insurance Limited” arranged an Awareness & Medical Camp on “Back Pain” in collaboration with “Asgar Ali Hospital” on Sunday, 19th March, 2023. Dr. Shamim Md. Fuad, Specialist of Physical Medicine & Rehabilitation gave advices and guidance on this issue to the participants. Mr. Maruf Bin Hafiz, Manager-Corporate Affairs, Marketing & Business Development of Asgar Ali Hospital and Ms. Rifat Jahan, Deputy Manager-Health Insurance Department of Pragati Insurance, jointly conducted the whole event. Deputy Managing Director, Ms. Papia Rahman and Chief Financial Officer, Mr. Amar Krishno Shil, among others were present at the program. Pragati Insurance Limited and Asgar Ali Hospital organized this session to raise awareness regarding health issues (especially Back Pain) among the employees.
১৯ই মার্চ, ২০২৩ (রবিবার), প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, আজগর আলী হাসপাতালের সহযোগিতায় "পিঠের ব্যথা" বিষয়ে একটি সচেতনতামূলক মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। ডাঃ শামীম মোঃ ফুয়াদ, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, উক্ত বিষয়ে অংশগ্রহণকারীদের পরামর্শ এবং নির্দেশনা দেন। জনাব মারুফ বিন হাফিজ, ম্যানেজার-কর্পোরেট অ্যাফেয়ার্স, মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট, আজগর আলী হাসপাতাল এবং জনাবা রিফাত জাহান, ডেপুটি ম্যানেজার-স্বাস্থ্য বীমা বিভাগ, প্রগতি ইন্স্যুরেন্স যৌথভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক, মিসেস পাপিয়া রহমান এবং প্রধান আর্থিক কর্মকর্তা, জনাব অমর কৃষ্ণ শীল। প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এবং আজগর আলী হাসপাতাল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সমস্যা (বিশেষ করে কোমর ব্যথা) সম্পর্কে সচেতনতা বাড়াতে এই সেশনের আয়োজন করে।

SEND Us Claim Information
